Christian Blind Mission Humanitarian Hands-On Tool

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিষয়গুলো
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. পানি, আশ্রয়, সুরক্ষা

মাঠ পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক মানবকি কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

ইউটিউবে এই টুলের পরিচিতিমূলক দুই মিনিটের ভিডিও

বাংলা

ইশারা ভাষা

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

ইশারা ভাষা অন্য দশটা ভাষার মতোই একটি ভাষা। প্রতিটি দেশ, অঞ্চল কিংবা সম্প্রদায়ের নিজস্ব ইশারা ভাষা থাকতে পারে।

যখন কোন সভা আয়োজন করা হয় এবং সেখানে যদি শ্রবণ প্রতিবন্ধী কিংবা শুনতে কষ্ট হয় এমন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে:

  • স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও) এর সাথে পরামর্শ করে ওই সভার জন্য সবচেয়ে উপযুক্ত ইশারা ভাষা কী হতে পারে সেটা চিহ্নিত করতে হবে। এবং তারপর তাদের সহযোগিতা নিয়ে সভার জন্য ইশারা ভাষায় দক্ষ একজন উপযুক্ত অনুবাদক বা দোভাষীকে দায়িত্ব দিতে হবে;
  • ইশারা ভাষার দোভাষীর সাথে সভা/পাঠ/কর্মশালার বিষয়বস্তু নিয়ে সভা আয়োজনের নির্দিষ্ট দিনের আগেই আলোচনা করতে হবে, যাতে করে তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। এই সময়ে তাকে ওই সভায় ব্যবহৃত হবে এমন কারিগরি শব্দগুলো সম্পর্কে জানাতে হবে যাতে করে তিনি সঠিকভাবে ইশারা ভাষায় সেগুলো প্রকাশ করতে পারেন;
  • সভা চলাকালীন সময়ে যারা কথা বলবেন তারা মাঝে মাঝে ইশারা ভাষার অনুবাদক কিংবা দোভাষীর সাথে মিলিয়ে নেবেন যাতে করে তাদের বলার গতি দোভাষীর গতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়;
  • ইশারা ভাষার দোভাষীকে অবশ্যই তিনি যাদের জন্য অনুবাদ করছেন তাদের সামনে থাকতে হবে এবং তারা যেন তাকে সম্পূর্ণরূপে দেখতে পায় সেটা নিশ্চিত করতে হবে।
  • এছাড়াও আপনি যদি কোন ভিডিও তৈরি করেন কিংবা মঞ্চ নাটকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে চান তাহলে সবসময় সেই ভিডিও-তে ইশারা ভাষা যুক্ত করার চেষ্টা করুন কিংবা নাটক চলাকালীন সময়ে একজন ইশারা ভাষার অনুবাদক কিংবা দোভাষীকে সেখানে রাখুন, যাতে তিনি নাটকের সংলাপগুলো ইশারা ভাষায় প্রকাশ করতে পারেন। আরেকটি বিষয় হলো ভিডিও বার্তায় সবসময় সাবটাইটেল রাখতে হবে।

Tags

  • শিক্ষা
  • স্বাস্থ্য

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান