Christian Blind Mission Humanitarian Hands-On Tool

আপনার কী সাহায্য দরকার?

  • হোমপেজ
  • বিষয়গুলো
  • কার্ড
  • প্রিয় তালিকা
  • আমাদের সম্পর্কে
  • ভাষা

আপনার কী সাহায্য দরকার?

যেমন. পানি, আশ্রয়, সুরক্ষা

মাঠ পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক মানবকি কার্যক্রম পরিচালনার ব্যবহারিক নির্দেশিকা

ইউটিউবে এই টুলের পরিচিতিমূলক দুই মিনিটের ভিডিও

বাংলা

লুকানো ক্যাপশন

প্রিয় তালিকায় রাখুন শেয়ার করুন

**কোভিড-১৯ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য**

কোভিড-১৯ মহামারিতে তথ্য পাওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই মহামারি আগে কখনো হয়নি। ফলে নতুন নতুন বৈজ্ঞানিক তথ্যের কারণে মহামারি সংক্রান্ত তথ্যও নিয়মিত বদলাতে থাকে। কীভাবে ভাইরাস ছড়াচ্ছে, কীভাবে এই রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে ইত্যাদি তথ্য পরিস্থিতি অনুযায়ী পাল্টাতে থাকে। আর এই অবস্থায় সকল সময় সকলের জন্য তথ্যে প্রবেশাধিকার থাকা অবশ্যই দরকার।

************************

বিশ্বের অনেক দেশেই প্রতিবন্ধী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্যের বাইরে থাকেন, বিশেষ করে সঙ্কটকালীন সময়ে। আর এমনটা হওয়ার একটা বড় কারণ হলো তথ্যগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রবেশগম্যভাবে সহজলভ্য করা হয় না। তথ্য থাকে কিন্তু সেই তথ্য প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগীভাবে বিতরণ করা হয় না। আর তাই জনস্বাস্থ্য বিষয়ক তথ্য ও যোগাযোগ সবসময় সকলের জন্য সহজলভ্য ও প্রবেশগম্য হওয়া দরকার। আর এভাবেই প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবর্তনশীল স্বাস্থ্য পরামর্শগুলো নিয়মিত পেতে পারেন।

এই সমস্যার একটি সমাধান হলো ক্লোজড ক্যাপশনিং। ক্যাপশন শব্দটার সাথে আমরা পরিচিত। সাধারণত ছবির নিচে ছবির পরিচিতিমূলক যে বর্ণনা থাকে সেটাই হলো ওই ছবির ক্যাপশন। ক্যাপশন আর ক্লোজড ক্যাপশনের মধ্যে তফাতটি হলো ক্যাপশন সবসময় দেখা যায়, আর ক্লোজড ক্যাপশন ব্যবহারকারী ইচ্ছে মতো দেখতে বা লুকিয়ে রাখতে পারে। আমরা কেউ কেউ সাবটাইটেল কথাটি শুনে থাকব। একটি চলচ্চিত্রের সংলাপগুলো যখন সিনেমার পর্দায় অন্য কোন ভাষায় দেখা যায় তখন সেটাকে সাবটাইটেল বলে। যেমন, ইংরেজি সংলাপের সিনেমায় যদি সংলাপগুলো সিনেমার দৃশ্যের নিচে বাংলায় লেখা থাকে তাহলে সেটা হলো ওই ছবির ইংরেজি সংলাপের বাংলা সাবটাইটেল। এটাকে আপনি ক্যাপশনও বলতে পারেন। এখন এটা যদি ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী দেখা যায় এবং ইচ্ছা হলে স্ক্রীণের লেখা বন্ধ রাখা যায় তাহলে সেটা হলো ক্লোজড ক্যাপশন।

ক্লোজড ক্যাপশনিং হলো ডিসপ্লে আছে এমন ইলেকট্রনিক যন্ত্রের পর্দায় লেখা দেখানোর একটি ব্যবস্থা। অর্থাত্‌ টেলিভিশন, মোবাইল বা এমন কোন যন্ত্র যার তথ্য বা লেখা দেখানোর ডিসপ্লে বা পর্দা আছে সেখানে কোন একটি বিষয়ের উপর আরো তথ্য বা ব্যাখ্যামূলক তথ্য দেখানো যেতে পারে। তখন এটাকে ক্লোজড ক্যাপশনিং বলা হবে।

ক্লোডজ ক্যাপশন ইংরেজি সি বর্ণ দুইবার লিখে (সিসি) প্রকাশ করা হয়।

ক্লোজড ক্যাপশনিং। তথ্য জানাতে ক্যাপশন প্রদর্শন করা যায়। ব্যবহারকারী ইচ্ছা করলে ক্যাপশন প্রদর্শন করতে কিংবা লুকাতে পারেন।
© IDA/IDDC

Tags

  • কোভিড-১৯
  • শিক্ষা

Sources

  • IDA and IDDC Accessibility campaign Covid-19

জরিপে অংশ নিয়ে আমাদেরকে সহায়তা করুন

সময় লাগবে মাত্র ৩ মিনিট — আপনাকে ধন্যবাদ

আমাদের জরিপ নিন

© CBM Global Disability Inclusion

এই টুলটির উন্নয়নে আপনার কোন পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদেরকে জানান
Pগোপনীয়তার নীতিমালা

উপরে ফিরে যান